মালদা

গরু পাচারকারীর হাতে আক্রান্ত হলেন এক মহিলা ও তার পরিবার

গরু পাচার করার সময় পাচারকারীকে বাধা দেওয়ায় পাচারকারীর হাতে আক্রান্ত হলেন এক মহিলা ও তার পরিবার। পাচারকারীদের আতঙ্কে গ্রামছাড়া তাদের পরিবার। ঘটনাটি ঘটেছে মালদার রতুয়া থানার অন্তর্গত বালুপুর এলাকায়। ঘটনায় আহত মহিলা চিন্তা মন্ডল মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। 

 

            এলাকার গরু পাচারকারী সন্দিপ মহলদার প্রায়ই চিন্তা মন্ডলের বাড়ির ভেতর দিয়ে গরু নিয়ে যায় পাচার করার জন্য। এরফলে তাদের বাড়ি নোংরা হয়ে যায়। তার ওপর বর্ষা মরশুমে মাটির রাস্তা কাদা কাদা হয়ে যায়। এর আগেও তাকে তার বাড়ির ভেতর দিয়ে গরু না নিয়ে গিয়ে অন্য রাস্তা দিয়ে নিয়ে যেতে বলে সে। কিন্তু সে তার কোন কথা না শুনে এদিন আবার তার বাড়ির ওপর দিয়ে গরু নিয়ে যাচ্ছিল সেই সময় তাকে গরু নিয়ে যেতে বাধা দেয় চিন্তা মন্ডল। এরপরেই তাদের মধ্যে বচসা শুরু হয়। বচসা চলাকালীন পাচারকারীর কাছে থাকা ধারালো অস্ত্র দিয়ে চিন্তা মন্ডলকে কুপিয়ে খুনের চেষ্টা করে তারা। পরিবারের অন্যান্য সদস্যরা বাঁচাতে গেলে তাদেরকেও মারধর করে বলে অভিযোগ। তাদের চিৎকারে স্থানীয় গ্রামবাসীরা তাদের উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায়। তার অবস্থা খারাপ থাকায় তাকে  মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠায়। পাচারকারীদের আতঙ্কে গ্রাম ছাড়া হয়ে রয়েছে গোটা পরিবার। ঘটনার রতুয়ায় থানায় ওই পাচারকারীর নামে অভিযোগ জানানো হয়েছে। তদন্তে নেমেছে পুলিশ।

            পরিবারের লোক জানান বাড়ি গেলে ওই পাচারকারী আবার তাদের উপর হামলা করতে পারে। তাই আতঙ্কে গ্রাম ছাড়া ওই পরিবার।